News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ১৬ জুন ২০১৫
আপডেট: ০৬:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

খালেদার অভিযোগ অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

খালেদার অভিযোগ অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের কোনো সম্ভাবনা নেই, গত ৫ জুন এক ব্রিফিংয়ে এমন কথা বললেও মঙ্গলবার সংসদে তা অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি বলেছেন, মোদি খালেদার বৈঠক নিয়ে তিনি এ ধরনের কোনো কথা বলেননি। মঙ্গলবার জাতীয় সংসদে ৩শ বিধিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “খালেদা জিয়া আর কত মিথ্যাচার করবেন? হায় বেগম জিয়া, হায় বিএনপি!”

মন্ত্রী বলেন, “আমি বেগম জিয়ার এই দায়িত্বজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই। তিনি সবসময়ই নাৎসি প্রচার প্রধান গোয়েবলস-এর মিথ্যাচার কৌশলের একনিষ্ঠ অনুসারী। তিনি মনে করেন যে, মিথ্যাকে বার বার বললেই সত্যি হয়ে যায়। কিন্তু প্রতিবারই তিনি ও তার দল ধরা খেয়ে যান।”

মন্ত্রীর দাবি, বাংলাদেশে মোদির সফরের আগে একটি জাতীয় পত্রিকা তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করে। সেখানে খালেদার সঙ্গে মোদির বৈঠক হবে না বলে উল্লেখ করা হয়।

মন্ত্রী এ বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, “ষড়যন্ত্রটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। গত ৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়