News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ১৩:২৮, ২ মে ২০২০

স্ট্রবেরি চাষে স্বামী-স্ত্রীর ভাগ্য বদল

স্ট্রবেরি চাষে স্বামী-স্ত্রীর ভাগ্য বদল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষে ভাগ্য বদলে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলা চন্দ্রকোনা গ্রামের হাসান আলী ও তার স্ত্রী রওশন আরার।

গত বছর সফলতার কারণে এবছর তাদের চাষের পরিধি আরও বেড়েছে। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেছেন তারা। মাত্র ৩ মাসের ব্যবসায় হাসান আলী এখন লাখোপতি।

পুষ্টিগুণ সমৃদ্ধ রসালো ফল হওয়ায় সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ব্যাপক হারে বাড়ছে এর চাহিদা। ব্যাংক ঋণ অথবা সরকারিভাবে অর্থ সহায়তা পেলে তারা স্ট্রবেরি চাষ আরও দ্বিগুণ করার স্বপ্নে বিভোর।

চাষী হাসান আলী জানান, “স্ট্রবেরি ফলের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে বগুড়া শেরপুরের এক খামার থেকে স্ট্রবেরি চারা নিয়ে আসি। গত বছর বাড়ির পাশে ৫০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করি। দেড় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। ফল আসা পর্যন্ত খরচ হয়েছিল ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ হয় দুলাখ টাকা।”

গত বছর সফলতার কারণে এবছর তিনি চার লাখ টাকার বিনিময়ে চার বিঘা জমি বন্ধক নিয়েছেন। চার বিঘা জমিতে  তিনি এবার স্ট্রবেরি চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে দুলাখ ১০ হাজার টাকা। স্বামী-স্ত্রীর পরিচর্যায় বাম্পার ফলনও হয়েছে। তবে হরতাল অবরোধের কারণে গত বছরের তুলনায় এ বছর দাম একটু কম।

তারা বলেন, “২০১৪ সালে এই দম্পতি পাঁচশ থেকে ছয়শ টাকা কেজি দরে স্ট্রবেরি বিক্রি করেছেন। এবছর তিনশ থেকে চারশ টাকা কেজি দরে স্ট্রবেরি বিক্রি করছেন।”

হাসান আলী ও তার স্ত্রীর স্ট্রবেরি চাষের সাফল্য দেখে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করা হয়েছে।

হাসান আলী আরও জানান, “আমাদের দেশে ‘রাবে ত্রি’ ও ‘আমেরিকা’ এ দুজাতের স্ট্রবেরি ফল পাওয়া যায়। তার মধ্যে ‘রাবে ত্রি’ জাতের ফল অত্যন্ত সুস্বাদু। সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে উচিঙ্গা পোকা ও পিঁপড়া গাছের কিছুটা সমস্যা করে।”

সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে তিনি আরও বেশি জমিতে স্ট্রবেরির চাষ করবেন বলে তিনি জানান।

সিরাজগঞ্জ কৃষি কর্মকর্তা আরশেদ আলী জানান, “সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকার মালঞ্চ গ্রাম ও উল্লাপাড়ার একটি গ্রামেও পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ করা হয়েছে। তাতে ফলন ও লাভ দুটোই ভালো হচ্ছে। স্ট্রবেরি খুব সুস্বাদু ও পুষ্টিকর ফল হওয়ায় সিরাজগঞ্জে এর ব্যাপক চাহিদা বাড়ছে।”

তিনি আরও বলেন,“স্ট্রবেরি ফল সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। যার কারণে চাষীদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলে বেশি বেশি স্ট্রবেরি চাষ করে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলা এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যা আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়