News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২১, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২০

আইসিসির কাছে খোলা চিঠিতে নিন্দা-ধিক্কার

আইসিসির কাছে খোলা চিঠিতে নিন্দা-ধিক্কার

 

ঢাকা: বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে আইসিসির কাছে খোলা চিঠি দিয়ে নিন্দা ও ধিক্কার জানিয়েছে অনলাইন বিষয়ক সংগঠন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বোয়াফ আয়োজিত এক মানববন্ধনে তারা এ খোলা চিঠি পড়ে শোনান।

চিঠিতে বলা হয়, “প্রিয় আইসিসি, প্রথমেই ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করছি। ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছি টাকার কাছে আইসিসির নীতি ও আদর্শ বিক্রি করার কারণে। দুঃখ প্রকাশ করছি, আইসিসির কর্মকাণ্ডের প্রতিবাদ করতে আমাদের মূল্যবান সময় নষ্ট করে মানববন্ধনে দাঁড়িয়েছি। আর সেই সাথে আমাদের সবার সন্দেহ এবং বিশ্ব ক্রিকেট ভক্তদের প্রশ্ন- এটা কি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না-কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’?”

মানববন্ধনে বক্তারা বলেন, “আমারা ঘৃণা প্রকাশ করি ভারতের এই নোংরামির প্রতি। তারা এখন আমাদের চোখে উপহাসের পাত্র মাত্র। ম্যাচে জয় পাওয়ার জন্যে তাদের এই নোংরা পথ সারা দুনিয়ার মানুষের কাছে পরিস্কার, তাদের প্রতি আমাদের ধিক্কার।”

বক্তারা বলেন, “আপনাদের উচিত এখনই এই ঘটনার বিচার করা। বিতর্কিত অ্যাম্পায়ারদের বহিষ্কার করা। এবং যারা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেয়া।”

সংগঠনের সভাপতি ব্লগার কবির চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাশিদা হক কণিকা, অ্যাডভোকেট ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক আযাম আহামেদসহ ক্রিকেট ভক্তরা।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়