News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০১:৩৩, ১ মার্চ ২০২০

মুজিব বর্ষে মোদিকে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতা: কাদের

মুজিব বর্ষে মোদিকে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতা: কাদের

মুজিব বর্ষে ভারত সরকার প্রধানকে আমন্ত্রণ না জানানো হবে সম্পূর্ণ অকৃতজ্ঞতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভারতে নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার জন্য মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ না জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সোচ্চার হয়েছেন। এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুজিব বর্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর মূল কারণ হলো মুক্তিযুদ্ধের সময় অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। আমাদের রক্তের সাথে ভারতের রক্ত মিশে আছে।

কাদের বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত ছিল বাংলাদেশের প্রধান সাহায্যকারী দেশ। মুজিব বর্ষে সে দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ না জানানো হবে সম্পূর্ণ অকৃতজ্ঞতা।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়।

দুর্নীতি টাকার অংকে হয় না উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রধান কত টাকার দুর্নীতি করেছে এটা বিষয় না। দুর্নীতি টাকার অংকে হয় না। এতিমের টাকা আত্মসাত করেছে এটি গুরুতর অভিযোগ।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়