News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৪:৫৬, ১৩ নভেম্বর ২০২০

হিরো আলম ‘সাহসী হিরো আলম’

হিরো আলম ‘সাহসী হিরো আলম’

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

গত সোমবার ছাড়পত্র পাওয়ার খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন হিরো আলম। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

হিরো আলম জানান, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। কাছাকাছি সময় চিত্রনায়ক শাকিব খানের সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হিরো আলম বলেন, আমার বিশ্বাস– অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা।

সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’।

তিনি বলেন, আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন– সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়