News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৭, ১৪ জানুয়ারি ২০২০
আপডেট: ০৪:৪০, ১ মার্চ ২০২০

ভারতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ভারতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিহারের পাটনায় চার দলের টুর্নামেন্টে খেলতে ভারত গেল বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার বিকেলে সালমা খাতুনের নেতৃত্বে রওনা হয় ১৮ সদস্যের টিম টাইগ্রেস দল।

১৬ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। শেষ ২৩ জানুয়ারি। ভারতের ‘এ’ ও ‘বি’ দল ছাড়াও আসরের অপর দেশ থাইল্যান্ড। মূলত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন।

হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারত সফরে যেতে পারেননি দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। সবশেষ সাউথ এশিয়ান গেমসেও তিনি খেলতে পারেননি চোট থাকায়।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়