মানব পাচার ও নিরাপদ অভিবাসন সচেতনতায় আইওএমের ভিডিও প্রচারণা
ছবি: নিউজবাংলাদেশ
বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে নতুন এক সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এই প্রচারণা বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় মানব পাচারের ঝুঁকিপূর্ণ চার জেলা—ঢাকা, কক্সবাজার, যশোর ও সাতক্ষীরায় মোট ২৫০টি ভিডিও শো এবং আলোচনা সভা আয়োজন করা হবে।
স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং মানব পাচারের পরিণতি সম্পর্কে অবহিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
আরও পড়ুন: ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ
পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসনের নিয়ম, বিদ্যমান সেবা এবং সহায়তা সম্পর্কে সচেতন করা হচ্ছে।
আইওএম জানিয়েছে, প্রতিটি ভিডিও শো শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন। এসব অনুষ্ঠানে কেবল তথ্য সরবরাহই নয়, বরং ব্যক্তিগত ও সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করা হচ্ছে।
সংস্থাটি বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ, তৃণমূল সংস্থা ও কমিউনিটি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, যাতে ব্যাপক অংশগ্রহণ ও দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত হয়।
মানব পাচার ও অনিয়মিত অভিবাসন বাংলাদেশে এখনও বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে আইওএম মনে করছে, এই প্রচারণা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনা দিয়ে ক্ষমতায়িত করবে। এতে তারা সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এবং পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।
আইওএম বাংলাদেশ জানিয়েছে, মানব পাচার নির্মূল ও অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকারকে সমর্থন করা তাদের চলমান অঙ্গীকারের অংশ।
নিউজবাংলাদেশ.কম/পলি








