News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

আইন-শৃঙ্খলা একটু খারাপের দিকে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা একটু খারাপের দিকে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত নানা ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, তবে গত কয়েক দিনের কিছু ঘটনায় আমি বলব—একটু খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে।

রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সরানো হবে না বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই হুমকি থাকা সত্ত্বেও কেন রাজবাড়ীতে সহিংসতা ঠেকানো গেল না, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ব্যর্থ হইনি। সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করব।

হাটহাজারীতে সংঘটিত সাম্প্রতিক আরেকটি সহিংস ঘটনার প্রসঙ্গেও তিনি একই বার্তা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না। 

আরও পড়ুন: লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

তার ভাষায়, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। তারা ভোটকেন্দ্রে যাবে, ভোট দেবে।

সকালের উদ্বোধনী পর্বে পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক নেতাদের তোষণ না করে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন। 

তিনি বলেন, যত বাধাই আসুক না কেন নির্বাচনের আগে কর্মকর্তাদের পোস্টিং লটারির মাধ্যমে করা হবে। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ঝেরে ফেলতে হবে। আশা করি এবার নির্বাচন শান্তি ও উৎসবমুখর হবে।

তিনি আরও যোগ করেন, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না; বরং জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সবকিছু মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।

রাজারবাগ পুলিশ লাইনের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট যে, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট। একইসঙ্গে তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন। নির্বাচনে সহিংসতা ও অস্থিরতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়