News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৩, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৪, ২৭ জুলাই ২০২৫

শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সাড়ে ১২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। কোনো স্বীকৃত আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি। এতে বলা হয়, তিনি অবৈধ অর্থের উৎস গোপন করতে অসৎ উদ্দেশ্যে এসব লেনদেন করেছেন।

মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি চার্জশিট আদালতে দাখিল করে দুদক। মামলাগুলো বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: ইসির ৭১ কর্মকর্তা বদলি

এছাড়া, গত ১৭ জুলাই ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা এবং রাদওয়ান মুজিবের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। মামলাগুলোতে তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ টাকার বেশি, স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ, এবং দুই কন্যা নুরিন তাসমিয়া ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ এবং ৪ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক শাসকগোষ্ঠীর বিভিন্ন সদস্য ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুদকের এ ধরনের ধারাবাহিক আইনি পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়