News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ২২ জুলাই ২০২৫
আপডেট: ১৮:২৮, ২২ জুলাই ২০২৫

সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত অর্ধশতাধিক

সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া আন্দোলনকারীদের ওপর আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষাসচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার

গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়