News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ১৫ জুলাই ২০২৫
আপডেট: ১২:২২, ১৫ জুলাই ২০২৫

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগ দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগ দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টা বলেন, “যোগ্য শিক্ষক নির্বাচন এবং নতুন নিয়োগের ক্ষেত্রে একটি স্পষ্ট নীতিমালা থাকতে হবে। যারা অভিজ্ঞ, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তারা যেমন অগ্রাধিকার পাবেন, তেমনি তরুণ শিক্ষকদেরও সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় যেন তদবিরের কোনো সুযোগ না থাকে এবং বদলির ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ও কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। “এক উপজেলার শিক্ষক অন্য উপজেলায় বদলি হওয়ার জন্য তদবির করেন, এটা বন্ধ করতে হবে,”—উল্লেখ করেন তিনি।

বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন জানান, যেসব বিদ্যালয়ে শিক্ষার মান ভালো, সেখানে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বড় ভূমিকা রাখছে। তাই প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণ করা জরুরি।

আরও পড়ুন: ঢাকা-খুলনা রুটে নকশিকাঁথা ট্রেননের যাত্রা বাতিল

নারীবান্ধব শিক্ষা পরিবেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, “স্কুল ভবন নির্মাণে নারী স্থপতিদের সম্পৃক্ত করতে হবে। মেয়েদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে হবে।”

এছাড়াও তিনি সকল বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির নির্দেশ দেন, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারে।

প্রধান উপদেষ্টা সর্বশেষে বলেন, “আমরা বৈষম্যমুক্ত, দক্ষ মানবসম্পদভিত্তিক একটি বাংলাদেশ গড়তে চাই। শিক্ষাক্ষেত্রে শূন্যপদ পূরণ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়