News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ১৫ জুলাই ২০২৫

ঢাকা-খুলনা রুটে নকশিকাঁথা ট্রেননের যাত্রা বাতিল

ঢাকা-খুলনা রুটে নকশিকাঁথা ট্রেননের যাত্রা বাতিল

ছবি: সংগৃহীত

খুলনা থেকে রাজবাড়ী হয়ে ঢাকাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের মঙ্গলবারের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদিন ভোর ৬টায় খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাজবাড়ী ও ফরিদপুর হয়ে ঢাকা পৌঁছায়। যাত্রা বাতিলের খবরে বিপাকে পড়েছেন পূর্বনির্ধারিত ভ্রমণকারী যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, টেকনিক্যাল সমস্যার কারণে আজকের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছে কিংবা কখন নাগাদ তা মেরামত হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: ড. ইউনূস

স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, টেকনিক্যাল কারণে আজকের ট্রেনটি চলবে না। পরবর্তী যাত্রাগুলো নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে বলে আশা করছি।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের স্থানীয় রেলস্টেশন অথবা রেলওয়ের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে, যেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারা বিকল্প পরিকল্পনা করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়