অফিসার্স ক্লাবে পররাষ্ট্র সচিবসহ ৬ জনের সদস্যপদ স্থগিত
ছবি: সংগৃহীত
দুর্নীতি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ ৬ জনের সদস্যপদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।
সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার।
পররাষ্ট্রসচিব ছাড়া সদস্যপদ স্থগিত হওয়া অন্য ৫ জন হলেন- সাবেক সচিব এম এ কাদের সরকার, দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ জহিরুল হক, সাবেক জ্যেষ্ঠ সচিব ও পিএসসির সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান ও সাবেক সচিব মো. সিরাজুল হক খান।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার বলেন, 'যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা নির্দোষ প্রমাণিত হলে, স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।'
আরও পড়ুন: সারাদেশে এনআইডি কার্যক্রম বন্ধ
রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব সরকারি কর্মকর্তাদের একটি কল্যাণমূলক সংগঠন। এ ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ১০৬ জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ ৭০ জন সচিব ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








