News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৪, ৩ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলন: নৈশভোজে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি

বিমসটেক সম্মেলন: নৈশভোজে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ব্যাংককের বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবি তোলেন। 

নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী, এবং অন্যান্য দক্ষিণ এশীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে। কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপরই আলোচনায় আসে বিষয়টি। 

শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ড. ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন যে, ছবিগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে।

এর আগে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে স্বাগত জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়