খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়া-প্রার্থনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে জারি করা চিঠিতে জানানো হয়, গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে জুমার পর বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় নিজ নিজ ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রার্থনার আয়োজন করতে হবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর
এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








