প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২ হাজার ১৬৯টি শূন্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এই গ্রেড কার্যকর হবে।
আবেদনের যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ, সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার খুঁজছে ওয়েভ ফাউন্ডেশন
পরীক্ষা পদ্ধতি:
লিখিত পরীক্ষা (৯০ নম্বর): বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
মৌখিক পরীক্ষা (১০ নম্বর): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি