News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ১৫ মে ২০১৫
আপডেট: ২৩:৫৭, ১৭ জানুয়ারি ২০২০

বিমানবাহিনীর অভিযানে পাকিস্তানে ১৭ জঙ্গি নিহত

বিমানবাহিনীর অভিযানে পাকিস্তানে ১৭ জঙ্গি নিহত

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে বাসে হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যার ঘটনায় তালেবানের বিরুদ্ধে বিমানবাহিনীর চালানো এক অভিযানে কমপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবার পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বুধবার বাসে ওই গণহত্যা চালানোর পর শুক্রবার উত্তর ওয়াজিরস্তানে বিমানবাহিনী এই অভিযান চালায়। খবর ডন।

বিমানবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী দুর্গম উপজাতি অধ্যুষিত উত্তর ওয়ারিজিস্তানের শাওয়াল জেলার ওয়ারেকা মান্দির পর্বতাঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জঙ্গি নিহত এবং তিনটি স্থাপনা ও পাঁচটি গাড়ি ধ্বংস হয়ে যায়।

ওই কর্মকর্তা দাবি করেন, নিহত জঙ্গিদের মধ্যে উজবেকিস্তান, আফগানিস্তানের নাগরিকরা ছিলেন। এরা প্রায় সবাই তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়