দেড়শ আরোহীসহ ফ্রান্সে জার্মান বিমান বিধ্বস্ত
ফ্রান্সের আল্পস পর্বতমালায় ১৪৪ যাত্রী ও ছয় জন ক্রুসহ একটি জার্মান বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটি ছিল জার্মান এয়ারলাইন জার্মানউইংসের।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
জানা গেছে, ফ্রান্সের আল্পস পর্বতমালার দুর্গম অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা এখনও সেখানে পৌঁছতে পারেনি।
বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা হেলিকপ্টার দিয়ে বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করছেন।
এদিকে ওই বিমানে থাকা যাত্রীদের স্বজনরা বার্সেলোনা ও ডুসেলডর্ফ বিমানবন্দরে জড়ো হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম








