News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৩, ১৭ জানুয়ারি ২০২০

গুহার ভেতর সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র তৈরির কারখানা

গুহার ভেতর সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র তৈরির কারখানা

সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ড বাশার আল-আসাদের সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিজেরাই অস্ত্র তৈরি করছে। সুকুর আল-শাম ব্রিগেডের বিদ্রোহীরা গুহার ভেতর অস্ত্র তৈরির কারখানা বসিয়ে তৈরি করছে শেল, রকেটসহ ভারী অস্ত্র।

বেসামরিক স্বেচ্ছাসেবক ও সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সামরিক সদস্যদের সমন্বয়ে ২০১১ সালে এই দলটি গঠিত হয়। এই দলের প্রায় ৪০০ যোদ্ধা ফ্রি সিরিয়া আর্মির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। সিরিয়ার সরকারি বাহিনীর দীর্ঘমেয়াদি আক্রমণ শুরু করার পর থেকে এই বিদ্রোহী দলটি দেশটির উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে নিজেদের অবস্থান জারি রেখেছে।

গুহার ভেতর সুকৌর আল-শাম ব্রিগেডের এক অস্ত্র কারখানায় গ্যাসের ক্যান দিয়ে মর্টার সেল তৈরি করতে দেখা যায়। ওই একই কারখানায় ওয়েল্ডিং উপকরণ দিয়ে নিজস্ব রকেট তৈরি করতেও দেখতে পাওয়া যায়।

এদিকে, গত সপ্তাহে পশ্চিমা দেশগুলো সমর্থিত বিরোধীরা ইদলিব প্রদেশে বিদ্রোহীদের দমন করতে সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে। এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়