News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

‘দি ইন্টারভিউ’র ডিভিডিসহ বেলুন ধ্বংস করা হবে: উত্তর কোরিয়া

‘দি ইন্টারভিউ’র ডিভিডিসহ বেলুন ধ্বংস করা হবে: উত্তর কোরিয়া

ব্যাঙ্গাত্মক হলিউডি ফিল্ম ‘দি ইন্টারভিউ’র ডিভিডিসহ বেলুন উত্তর কোরিয়ায় পাঠানো হলে তা ধ্বংস করা হবে। দক্ষিণ কোরিয়ার কর্মীরা সিনেমাটির ১০ হাজার ডিভিডিসহ বেলুন উত্তর কোরিয়ার কড়া সামরিক প্রহরাধীন সীমান্তের এপারে পাঠানো পরিকল্পনার কথা জানায়। তারা ২৬ মার্চ বা এর আগে বা পরে কমেডি ফিল্মের কপির পাশাপাশি পাঁচ লাখ প্রচারপত্র সীমান্তের ওপারে পাঠানোর পরিকল্পনা করেছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উকে হত্যার জন্য সিআইএর কাল্পনিক পরিকল্পনা নিয়ে নির্মিত হয়েছে কমেডি ফিল্ম ‘দি ইন্টারভিউ’।

উত্তর কোরিয়ার ফ্রণ্ট লাইন মিলিটারি ইউনিটগুলো দক্ষিণ কোরিয়ার প্রতি এক নোটিশে বলেছে, বেলুনগুলো ধ্বংস করতে পূর্বসতর্কতা ছাড়াই  কোরিয়ান পিপল’স আর্মির ফ্রন্টলাইন ইউনিটের যাবতীয় ফায়ারিং ক্ষমতা কাজে লাগানো হবে।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মতে বেলুন উৎক্ষেপণের প্রচেষ্টা হবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উস্কানি এবং কার্যত একটি যুদ্ধের ঘোষণা।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া তার ভূখণ্ডে গুলি বর্ষণ করলে তারা এর পাল্টা জবাব দেবে।

উত্তর কোরিয়া বেলুন উৎক্ষেপণ করা হলে ‘নিরাপত্তার জন্য’ সীমান্তের কাছে বসবাসরত দক্ষিণ কোরীয়দের আগে-ভাগে সরে যাওয়া পরামর্শ দিয়েছে।

২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজডুবি ও ৪৬ নাবিকের প্রাণহানির ঘটনার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই বেলুন উৎক্ষেপণের পরিকল্পনা নেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ওই জাহাজ ডুবির জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়