News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

ডেনমার্ককে পরমাণু হামলার হুমকি রাশিয়ার

ডেনমার্ককে পরমাণু হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেন নিয়ে পশ্চিমা জোটের সঙ্গে চলমান তীব্র কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই ডেনমার্ককে পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। ন্যাটোর ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কের জাহাজে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। দ্য টেলিগ্রাফ।

শনিবার ডেনমার্কে রুশ রাষ্ট্রদূত মিখায়েল ভেনিন সরাসরিই এই হুমকি দেন।

স্থানীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ভেনিন বলেন, "ওই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দেওয়ার পরিণতি ডেনমার্ক বুঝতে পারছে না। সত্যিই যদি তারা ন্যাটোর ওই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দেয়, তবে ডেনমার্কের যুদ্ধ জাহাজগুলোকে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে হবে।"

ভেনিন বলেন, "ডেনমার্ক রাশিয়ার জন্য হুমকির একটি অংশ হয়ে উঠতে পারে। এসব মাথায় রেখেই ডেনমার্ক ওই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দেবে কিনা এখন সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে।"

ভেনিনের এই হুমকিকে `অগ্রহণযোগ্য` অাখ্যা দিয়ে এরই মধ্যে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন লিডিগেরার্ড।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়