News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

ভারতে হত্যার দায় থেকে ১৬ পুলিশ খালাস

ভারতে হত্যার দায় থেকে ১৬ পুলিশ খালাস

ভারতে দাঙ্গার সময় বেশ কয়েকজন মুসলমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত ১৬ পুলিশকে খালাস দিয়েছেন দেশটির এক আদালত।  উত্তর ভারতের মীরাটে ১৯৮৭ সালের ওই ঘটনায় ৪২ জনের বেশি মুসলমান নিহত হন। খবর এএফপির।

মামলায় অভিযোগ করা হয়, তল্লাশি অভিযানে পুলিশ মীরাটের হাশিমপুরা মহল্লা থেকে ওই মুসলমান বাসিন্দাদের তুলে নিয়ে গিয়েছিল। পরে তাঁদের একটি খালে ফেলে দেওয়া হয়।

নয়াদিল্লির ওই আদালত বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয় সম্পর্কে সুনিশ্চিত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁদের খালাস দেওয়া হলো। অভিযুক্তরা সবাই প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) বাহিনীর সদস্য।

হত্যাসহ কয়েকটি অপরাধের দায়ে ১৯৯৬ সালে দেওয়া অভিযোগপত্রে ১৯ জন পুলিশ সদস্যের নাম থাকলেও ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সতীশ তামতা অভিযুক্তদের খালাসের কথা জানালেও রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানান নি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়