পশ্চিমবঙ্গে সত্তরোর্ধ্ব নানকে ধর্ষণের ঘটনায় ভ্যাটিকানের উদ্বেগ
পশ্চিমবঙ্গের রানাঘাটে কনভেন্ট স্কুলের সত্তরোর্ধ্ব নানকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভ্যাটিকান সিটি। পোপ ফ্রান্সিসের দুই প্রতিনিধি বুধবার কনভেন্ট স্কুলটি পরিদর্শনকালে এ কথা জানান।
পোপের দুই প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস এবং ফাদার জোসেফ চিন্নায়ন এসময় কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরিজ হাই স্কুলের অন্য সিস্টারদের সঙ্গে কথা বলেন।
ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই)-এর প্রেসিডেন্ট কার্ডিনাল ক্লিমিজ আজ রানাঘাটের ওই কনভেন্ট স্কুলে গিয়ে পোপের দুই প্রতিনিধির পরিদর্শন ও ভ্যাটিকানের উদ্বেগের কথা জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ দেখা করে এসবের পাশাপাশি স্থানীয়দের দাবিও তুলে ধরবেন বলে জানিয়েছেন ক্লিমিজ।
কার্ডিনাল হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার নানের সঙ্গে দেখা করেন।
এদিকে ঘটনার পর ৫ দিন পার হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। কেটে গেছে। ইতোমধ্যে ১৫ জন আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। সিসিটিভি ফুটেজে চিহ্নিত করার পরও অপরাধীদের কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার গুরুত্বের কথা উল্লেখ করে রানাঘাট গণধর্ষণ ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো নোটিশে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ নদীয়ার রানাঘাটের গাংনাপুর গ্রামে মিশনারি স্কুলে ৭১ বছরের এক নানকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








