News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চল দারফুরের আল-ফাশের শহরের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে প্রার্থনা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। তবে সংস্থাটি এখনো সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেনি।

দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। আল-ফাশের বর্তমানে সেনাদের শেষ ঘাঁটি। সেখানে তিন লাখের বেশি বেসামরিক মানুষ সংঘাতের মাঝে আটকা পড়ে আছেন। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে শহরের বেশিরভাগ এলাকা এখন আরএসএফের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে সতর্ক ভারত

জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে। অ-আরব সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে আরএসএফের বিরুদ্ধে। সম্প্রতি চিকিৎসাসেবা প্রদানকারী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীমুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছে গোষ্ঠীটি। তবে আরএসএফ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়