নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন সুশিলা কার্কি

ছবি: সংগৃহীত
কয়েক দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রাত ৯টায় তিনি শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়েই নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভরত জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়।
শপথের পরপরই কার্কির নেতৃত্বে একটি সীমিত পরিসরের মন্ত্রিসভা গঠিত হবে এবং শুক্রবার রাতেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার কেন্দ্রীয় সংসদ ও সাতটি প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে।
আরও পড়ুন: নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নেপালজুড়ে তীব্র বিক্ষোভ চলছিল। বুধবার আন্দোলনকারীদের মধ্যে আলোচনা শেষে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশিলা কার্কির নাম প্রস্তাব করা হলে ব্যাপক ঐকমত্য তৈরি হয়। তবে বৃহস্পতিবার শোনা যায়, বিদ্যুৎ সংকট সমাধানে খ্যাতিমান প্রকৌশলী কুলমান ঘিসিঙ্গ কিংবা তরুণদের কাছে জনপ্রিয় কাঠমান্ডুর মেয়র ও র্যাপার-রাজনীতিক বালেন্দ্র শাহ (বেলেন)-এর নামও আলোচনায় এসেছে।
যদিও বালেন্দ্র শাহ নিজে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেননি, বরং খোলাখুলিভাবে সুশিলা কার্কিকে সমর্থন জানান।
সুশিলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। তার নেতৃত্বেই কেপি অলি সরকারবিরোধী তরুণদের প্রতিবাদ আন্দোলন জোরদার হয়, যার চাপের মুখে অলি গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন।
ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কার্কি সম্প্রতি এক ভারতীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের সংকট সমাধানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
এনডিটিভি সূত্রে জানা গেছে, আজ রাতের শপথের মধ্য দিয়ে তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি