ইরাকি বিমান হামলায় ১২৫ আইএসআইএল সদস্য নিহত
ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা বিমান হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অন্তত ১২৫ সদস্য নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে এ সব বিমান হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি নিরাপত্তা সূত্র দেশটির আরবি চ্যানেল আস-সুমাইরিয়াকে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে সালাউদ্দিন প্রদেশের আশ-শরিকাত শহরে আইএসআইএল অবস্থানের ওপর এসব হামলা চালানো হয়। বিমান হামলায় আইএসআইএলের ছয়টি অস্ত্র গুদাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে, আনবার প্রদেশের রাজধানী রামাদিতে ইরাকি পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৯ তাকফিরি সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাকি পুলিশের কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকের এ খবর দিয়েছেন। তিনি আরো জানান, পুলিশের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে রকেট লাঞ্চার, ভারি মেশিন গানসহ ব্যাপক পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদও ধ্বংস হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম