News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১০, ১৮ জানুয়ারি ২০২০

ভারতীয় নৌ বাহিনীর বিমান বিধ্বস্ত, দুইজন নিখোঁজ

ভারতীয় নৌ বাহিনীর বিমান বিধ্বস্ত, দুইজন নিখোঁজ

ভারতীয় নৌ বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিখোঁজ হয়েছেন। গোয়ার উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার বিকালের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কোন কারণ এখনো জানা যায়নি।

নৌ বাহিনী সূত্র জানায়, ডোর্নিয়ের বিমানটি নিয়মিত নজরদারিরত অবস্থায় বিধ্বস্ত হয়।
 
নৌ বাহিনীর মুখপাত্র রাহুল সিনহা জানিয়েছেন, দুর্ঘটনার পর একজন ক্রুকে তাক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে ভারতীয় নৌ বাহিনীর অনেকগুলো দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়