News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৩২, ২৬ জানুয়ারি ২০২০

উপস্থিত বুদ্ধিতে উদ্ধার পেল বিপদগ্রস্ত ক্যাঙ্গারু

উপস্থিত বুদ্ধিতে উদ্ধার পেল বিপদগ্রস্ত ক্যাঙ্গারু

পানির ক্যানে গলা আটকে যাওয়া এক ক্যাঙ্গারু দুই লোকের উপস্থিত বুদ্ধিতে অবশেষে বিপদ থেকে উদ্ধার পেয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের কফিন বেয়ের নিকটবর্তী এক গলফ কোর্সে ক্যাঙ্গারুটি এই বিপদে পড়ে। ডেইলি মেইল।

ওই মাঠে তখন গলফ খেলছিলেন ইয়ান বেরী। সবে মাত্র এক রাউন্ড খেলা শেষ করে তিনি দেখতে পান গলায় পানি দেওয়ার টিন আটকে এক বিপদগ্রস্ত ক্যাঙ্গারুকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন দুই লোক। তাদের একজন প্রথমে গলায় আটকে থাকা টিনের একপ্রান্তে দড়ি বেঁধে টানছিলেন। অপর লোকটি ক্যাঙ্গারুর লেজ ধরে টেনে সহায়তা করছিলেন। টিন কাটার দিয়েও লোকদুটো ক্যাঙ্গারুর গলায় আটকে যাওয়া পানির ক্যানটি ছাড়াবার চেষ্টা করেন। ইয়ান বেরী এসময় কিছু ছবিও তুলে ফেলেন।

গলায় আটকে যাওয়া ক্যানের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে ক্যাঙ্গারুটিও লাথি ছুড়ছিল। ফলে বিপদগ্রস্ত পশুটির কাছে যাওয়াও নিরাপদ ছিল না। তবু, উদ্ধারকারী লোকদুটো কৌশলে ক্যাঙ্গারুর কাছে পৌঁছায় এবং ক্যানটি কাটতে সক্ষম হন।

উদ্ধারকারী দুইজনের একজন হলেন রব স্মিথ এবং অপরজন হলেন স্টিভ ডিউ।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়