News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২২ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ভারতের সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড

ভারতের সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড

রোববার দুপুরে ভারতের সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার ছুটির দিন হওয়ায় ভারতের সংসদ ভবন চত্বর ফাঁকা থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি। বন্ধ ছিল সিআরপিএফ ক্যান্টিনটিও। তবে সংসদ চলার সময়ে এ ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

ভারতীয় মিডিয়াগুলো জানায়, এ দিন দুপুর সোয়া ২টার দিকে সংসদ ভবনের এসি প্ল্যান্টে আগুন লাগে। ভবনের সামনের গেট দিয়ে ঢুকে ডান দিকে সিআরপিএফ ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনের পিছনে এসি প্ল্যান্ট থেকে কালো ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর এ কে শর্মা বলেন, ``এদিন দুপুর সোয়া দুইটা নাগাদ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসি প্ল্যান্টে সংস্কারের কাজ চলছিল। সেখান থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের পরেই জানা যাবে কোনো গাফিলতি ছিল কি না।``

এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদরা।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়