News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

মানবতার নামে ব্যবসা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাশও জিম্মি

মানবতার নামে ব্যবসা, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাশও জিম্মি

ছবি: নিউজবাংলাদেশ

রাজধানীর শ্যামলী এলাকায় বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ‘নাগরিক উন্নতি সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালগুলোর সামনে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগীদের জীবনকে ব্যবসার পণ্যে পরিণত করেছে। 

তারা বলেন, রোগী পরিবহনের ক্ষেত্রে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে, রোগী বা মৃতদেহ বহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মালিক বা চালক যে ভাড়া দাবি করেন, রোগীর পরিবারকে বাধ্য হয়ে সেটাই দিতে হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আহমেদ বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি শিশুর মৃত্যু হয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে। আজ আমরা শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়েছি কারণ এখানেও এমন অভিযোগ রয়েছে যে, লাশ বহন করতেও সিন্ডিকেট ছাড়া উপায় নেই। এটি অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন: বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির দাবি রাশিয়ার

মানববন্ধনের সময় হাসপাতালের সামনে একাধিক অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

মোহাম্মদ আহমেদ আরও বলেন, এই সিরিয়ালে যে অ্যাম্বুলেন্স আগে থাকবে, রোগীকে বাধ্য হয়ে সেটাই নিতে হবে। কোনো বিকল্প নেই।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহ-পরিচালক আমিনুল হক বলেন, এই সিন্ডিকেট আমাদেরই রোধ করতে হবে। অনেকেই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—মানবিক দিক থেকে এগিয়ে আসুন। মানবতার সেবাই জনগণের জন্য সর্বোচ্চ সেবা।

নাগরিক উন্নতি সংগঠনের আহ্বায়ক আসিফ হোসেন সজীব বলেন, শিশু হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি দিনদিন বেড়েই চলেছে। রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত এই সিন্ডিকেটগুলোকে রুখতে হবে।

মানববন্ধন থেকে তিনি চারটি দাবি তুলে ধরেন:

  • অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
  • সরকারি হাসপাতালের যন্ত্রপাতি দ্রুত মেরামত
  • রোগী ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করা
  • টাকার বিনিময়ে রোগী বিক্রির প্রথা বন্ধ করা

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স সিস্টেমে সিরিয়াল বজায় থাকলে কোনো সিন্ডিকেট ধ্বংস করা যাবে না।

বক্তারা কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান এবং অবৈধ সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তারা হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও রোগীর ন্যায্য অধিকার নিশ্চিতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়