News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ৩১ আগস্ট ২০২৫

মেইন রোডে অটোরিকশা চললে ট্যাক্স দেব না: চমক

মেইন রোডে অটোরিকশা চললে ট্যাক্স দেব না: চমক

রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

চমকের এ স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকে তার অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, রাজধানীর ট্রাফিক জটের অন্যতম কারণ এসব ব্যাটারিচালিত রিকশা। প্রায়ই দুর্ঘটনায় জড়িত হওয়ায় এগুলো যাত্রী ও পথচারীদের জন্যও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তারা।

অন্যদিকে, সমালোচকদের মত, মূল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাই সমস্যার মূল। তাদের মতে, কারো জীবিকা হুমকির মুখে না ফেলে বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: প্রথমবার সিনেমায় সাদিয়া জাহান প্রভা

চমকের মন্তব্য ঘিরে সমর্থন ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়