News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৯, ৩১ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

শাবিতে প্রতি আসনের বিপরীতে ২৯ ভর্তিচ্ছু

শাবিতে প্রতি আসনের বিপরীতে ২৯ ভর্তিচ্ছু

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার ছিল আবেদন গ্রহণের শেষ দিন।

ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা নিউজবাংলাদেশকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটে এক হাজার ৪৩০ আসনে ভর্তির জন্য ৪১ হাজার ২৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছে। ফলে শাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ২৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী।”

ভর্তি কমিটির আহ্বায়ক বলেন, “এ ইউনিটে ছয়শো আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ এবং বি ইউনিটে আটশো ৩০ আসনের বিপরীতে ২৫ হাজার তিনশো ১৮ ভর্তিচ্ছু আবেদন করেছে।”

জানা গেছে, ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিটের এবং বেলা আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়