News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ আগস্ট ২০২৫

নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে আসছে পরিবর্তন

নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে আসছে পরিবর্তন

ফাইল ছবি

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৮৯ লাখ ২৫ হাজার পাঠ্যবই ছাপার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

এর মধ্যে প্রাথমিক স্তরের বইয়ের সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ২৫ হাজার এবং মাধ্যমিক স্তরের বই প্রায় ২১ কোটি ৪০ লাখ। এই পাঠ্যবইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির বই ছাপার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্য শ্রেণির বইয়ের দরপত্র প্রক্রিয়াও প্রায় শেষ। তবে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন এখনও বাকি। 

এনসিটিবি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে সব বই ছাপার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। আশা করছি, বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে পারব।

সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, ৭ মার্চের ভাষণ ও অন্যান্য ঐতিহাসিক ঘটনার পুনর্মূল্যায়ন করে নতুন তথ্য সংযোজন ও সংশোধন করা হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) ১৮ আগস্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম চার সদস্যের কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এনসিটিবি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, পাঠ্যবইয়ে কী পরিবর্তন আসবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

জুলাই গণ-অভ্যুত্থান: ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে নতুন অধ্যায় যুক্ত করা হবে। এতে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটও অন্তর্ভুক্ত থাকবে। উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি বইয়েও জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত লেখা সংযোজন করা হবে। গত বছর যুক্ত গ্রাফিতি, কবিতা ও প্রবন্ধের তথ্যগত ও ভাষাগত সমস্যা সংশোধন করা হবে।

৭ মার্চের ভাষণ: অষ্টম শ্রেণির বাংলা বইয়ে থাকা “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” অধ্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করার প্রস্তাব।

শেখ হাসিনার দেশত্যাগ: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা পাঠ্যবইয়ে উল্লেখ করা হবে।

‘রহমানের মা’ গল্প: দশম শ্রেণির বাংলা বইয়ে থাকা গল্পটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে; এর পরিবর্তে নতুন কোনো লেখা যুক্ত হতে পারে।

অন্যান্য সংশোধন: বিদ্যমান পাঠ্যবইয়ের কিছু তথ্যগত ভুল ও ভাষাগত দুর্বলতাও সংশোধন করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে পাঠ্যবইয়ে সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনা এবং ভাষাগত উন্নয়ন আনার চেষ্টা করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য আরও প্রাসঙ্গিক ও সমসাময়িক পাঠ্যসূচি নিশ্চিত করবে। একই সঙ্গে ইতিহাস বিকৃতি রোধ করে সঠিক তথ্য উপস্থাপনের লক্ষ্যও অর্জিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়