‘শেখ হাসিনাই শিক্ষকদের শেষ আশ্রয়’
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের শেষ আশ্রয় বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহিদ মিনার চত্বরে অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিলসহ স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সর্বস্তরের শিক্ষকরা। এসময় তারা ধর্মঘট ও স্বাক্ষরগ্রহণ কর্মসূচিও পালন করেন। এ কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন এসময় বলেন, “আমলারা এরই মধ্যে মন্ত্রীদের ম্যানেজ করে ফেলেছে। শুধু ম্যানেজ করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনাই শিক্ষকদের শেষ আশ্রয়স্থল।”
এ সময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আলী নূর বলেন, “সপ্তম বেতন স্কেলে সচিব ও সিলেকশন গ্রেডের অধ্যাপকদের এক নম্বর গ্রেডে রাখা হয়েছিল। তবে প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে অধ্যাপকদের বেতন ও মর্যাদা তিন ধাপ কমিয়ে আনা হয়েছে।”
তিনি আরো বলেন, “এতে দেশের সর্বোচ্চ মেধাবীদের অবমাননা করা হয়েছে। এ অবমাননার বিরুদ্ধে সারা দেশের শিক্ষকরা রুখে দাঁড়িয়েছেন। স্বতন্ত্র বেতন স্কেলসহ সব দাবি মেনে না নিলে শিক্ষকদের আন্দোলন চলবে।”
শিক্ষকদের এ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ড. মো. আমিনুল হক প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে দাবি মেনে না নিলে ২৩ ও ৩০ আগস্ট একই দাবিতে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে জবি শিক্ষক সমিতি।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








