প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক আরও ৩
ঢাকা: এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককালে তাদের কাছ থেকে অবৈধ সিমকার্ড ও ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে এইচএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একই এলাকা থেকে তিন কলেজ শিক্ষককে আটক করে ডিবি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








