News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০২, ২৬ মে ২০১৯
আপডেট: ০৬:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

সম্রাট হোটেলের মালিকসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার

সম্রাট হোটেলের মালিকসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা

ফার্মগেটের সম্রাট হোটেলে নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের সাততলার একটি কক্ষে আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন নামের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আদালতে হত্যা মামলা করা হয়েছে।

নিহত জেরিনের বাবা মোস্তাক আহমেদ আজ রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী আল আহাদ খান জিকু সাংবাদিকদের বলেন, আজ ঢাকার মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪/ ১০৯ ধারায় হত্যা মামলা করা হলে বিচারক নিহত মরিয়ম আক্তার জেরিনের ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, অপমৃত্যুর মামলাসহ সব কাগজপত্র তদন্ত করে প্রতিবেদন আকারে দাখিলের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় হোটেল মালিক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপক রাসেল আহমেদ হোসেন ও কেয়ারটেকার সুমন হোসেনকে আসামি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়