News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৮ মে ২০১৫
আপডেট: ১২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ টিআইবির

সিটি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ টিআইবির

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) নির্বাহী ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ঢাকার  দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিধি লঙ্ঘণ করে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। জালিয়াতির ভোট পক্ষেও পড়েছে বিপক্ষেও। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধি এবং নেতৃত্বের দুর্বলতার কারণে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে তিনি এসব মন্তব্য করেন।  ‘ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০১৫: প্রক্রিয়া পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

এসময় তিনি আরও বলেন, “দলীয় সরকারের অধীনে তখনই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে যখন রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীন থাকবে। তবে নির্বাচন কমিশন যতো বেশি শক্তিশালী হবে নির্বাচন ততো সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকে। সংবিধান অনুযায়ী সিটি নির্বাচন নির্দলীয় হওয়ার কথা থাকলেও দলীয় সরকারের অধীন ও নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে নির্বাচন সুষ্ঠ হয়নি।”

টিআইবির নির্বাহী বলেন, “দলীয় সরকারের আমলে দলীয় দৃষ্টিভঙ্গির কারণে নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়। আবার সরকারও যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে তাতে মনে হয় না তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তারা সামনে আনবেন। এক্ষেত্রে সবার চোখ এখন ২০১৯ সালের নির্বাচনের দিকে। সে নির্বাচনে যদি দলীয় সরকারের অধীনেই হয় তবে নির্বাচন সুষ্ঠ হওয়ার সম্ভাবনা কম। তবে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর মনোভাব নিরপেক্ষ হলেই কেবল সম্ভব সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।”

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “খাত অনুযায়ী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ, নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণের বিধান এবং ব্যয় সংক্রান্ত দাখিলকৃত রিটার্ন যাচাই বাছাই এবং প্রার্থীর হলফনামায় প্রদত্ত তথ্যের সঠিকতা নিশ্চিতকল্পে সিটি করপোরেশন নির্বাচনী আইনের ব্যাপক সংস্কার ও তা হালনাগাদের ওপর গুরুত্বারোপ।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়