‘ব্রিটিশদের গোলামির অভ্যাস এখনও যায়নি?’
ঢাকা: মন্ত্রিসভার বৈঠকে কোট-টাই পড়ে আসা মন্ত্রীদের ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা না মানা মন্ত্রীদের উদ্দেশ্য করে এ ভর্ৎসনা করেন। প্রসঙ্গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই না পরতে মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “গরমের মধ্যে আপনারা কেন কোট-প্যান্ট ও টাই পরে থাকেন? ওগুলো ব্রিটিশদের ড্রেস। ব্রিটিশদের গোলামি করেছেন, তার অভ্যাস এখনও যায়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার একাধিক সদস্য এ বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
জানা গেছে মন্ত্রিপরিষদের বৈঠকে ওই সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন স্যুট-টাই পরে ছিলেন। এছাড়া টাই ছাড়া শুধু স্যুট-কোট পরে ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম