পটিয়ায় মাদ্রাসাছাত্রকে গরম পানিতে হাত চুবিয়ে নির্যাতন!

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় মো. সোহান (৭) নামে এক মাদ্রাসাছাত্রকে গরম পানিতে হাত চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সোহান শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার নাযেরা বিভাগের ছাত্র। সে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকার মো. হেনাম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২১ আগস্ট রাত ৯টার দিকে মাদ্রাসার এক শিক্ষক মাত্র ২০ টাকা চুরির অভিযোগে সহপাঠীদের দিয়ে সোহানের হাত টগবগে গরম পানিতে চুবিয়ে রাখতে বলেন। এসময় কান্নাকাটি করলেও কাউকে তাতে কর্ণপাত করতে দেখা যায়নি। পরে শিক্ষক জাবেদ সোহানকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দেন।
সোহানের মামা শওকত আকবর বলেন, “আমার ভাগ্নের ওপর নির্যাতনের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো হুমকি দিচ্ছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ভাগ্নের অবস্থা আশঙ্কাজনক, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার
এ বিষয়ে মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ইসহাক বলেন, “ছেলেটি অসতর্কতাবশত গরম পানিতে হাত চুবিয়েছে। অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।”
নিউজবাংলাদেশ.কম/এসবি