News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসোর্ট থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রবিবার দুপুরে তার রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৪

উল্লেখ্য, সাবেক এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। তবে এবার সরাসরি চেক জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়