News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৯, ৯ মে ২০২৫
আপডেট: ১৮:৫৯, ৯ মে ২০২৫

লালদিয়া কনটেইনার টার্মিনালে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মায়ের্স্ক

লালদিয়া কনটেইনার টার্মিনালে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মায়ের্স্ক

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক (এপিএম) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান বিডা চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তারা চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

আশিক চৌধুরী বলেন, 'আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।'

আরও পড়ুন: আবার বাড়লো স্বর্ণের দাম

তিনি আরও বলেন, 'বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের আধুনিকায়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়