News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৩, ২৭ আগস্ট ২০২৫

বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলে নেপালকে হারালো, প্রীতির হ্যাটট্রিক

বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলে নেপালকে হারালো, প্রীতির হ্যাটট্রিক

ছবি: সংগৃহীত

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বাংলাদেশের পক্ষে এই জয়ে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি এবং অন্য গোলটি এসেছে থুইনুই মারমার পা থেকে।

এই জয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হলো। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ভারতের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশের সামনে এখন ভারতই মূল প্রতিদ্বন্দ্বী।

শুরুর দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা ধীরগতি দেখা গেলেও ম্যাচের ৩৮ মিনিটে গোলের ডেডলক ভাঙেন থুইনুই মারমা। ডান প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে নেপালের রক্ষণ ভেদ করে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপরই বাংলাদেশের মেয়েরা যেন খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। মাত্র তিন মিনিট পর ৪৫ মিনিটে মামনি চাকমার দারুণ পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি।

তবে বিরতির ঠিক আগে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় নেপাল। অতিরিক্ত সময়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে গোল করেন নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি। এই গোলটি বাংলাদেশের জন্য কিছুটা অপ্রত্যাশিত ছিল এবং কোচ মাহবুবুর রহমান লিটুকেও কিছুটা অসন্তুষ্ট করে। 

আরও পড়ুন: নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

ম্যাচ শেষে তিনি বলেন, মেয়েরা মোটামুটি ভালো খেলার চেষ্টা করেছে, তবে কিছু ভুল ছিল। এই ভুলের কারণেই আমরা একটি গোল হজম করেছি। তবে এই স্তরের খেলায় এমন ভুল হওয়া স্বাভাবিক, আর ভুল থেকেই তারা শিখবে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে খেললেও বাংলাদেশের রক্ষণ ভেদ করতে পারেনি। উল্টো বাংলাদেশের ফরোয়ার্ডরা নেপালের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে। ৭১ মিনিটে প্রীতি তার দ্বিতীয় গোলটি করেন, যা আসে একটি কর্নার কিক থেকে। এরপর বৃষ্টি শুরু হলেও বাংলাদেশের মেয়েরা তাদের দাপট ধরে রাখে। ম্যাচের ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্রীতি। এই গোলের মাধ্যমে তিনি টুর্নামেন্টে মোট ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এই জয়ের ফলে বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। টুর্নামেন্টের প্রথম পর্বে নেপালকে ৩-০ গোলে হারানোর পর এবার ৪-১ ব্যবধানে হারানো বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী ২৯ আগস্ট বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এরপর ৩১ আগস্ট তাদের সামনে কঠিন পরীক্ষা, শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। প্রথম লেগে ভারতের কাছে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই শিরোপা জিততে হলে শেষ ম্যাচে ভারতকে হারাতেই হবে।

বাংলাদেশ দল: মমিতা খাতুন (গোলরক্ষক), ইয়ারজান, আলপি আক্তার, পূর্ণিমা মারমা, সুরভী আকন্দ প্রীতি, থুইনুই মারমা, সুরভী রানী, ক্রানুচিং মারমা, অর্পিতা, মামনি চাকমা, মেঘলা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়