News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

ছবি: সংগৃহীত

নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতায় কয়েকদিন আটকে থাকার পর অবশেষে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দলের সদস্যরা দুপুর সাড়ে ১১টার পর বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরবেন। 

একই ফ্লাইটে দেশে আসছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে দলের নিরাপদ ফেরত নিশ্চিত করা হয়েছে। ফ্লাইট ব্যবস্থা সম্পন্ন হওয়ার আগে দলের ফুটবলার ও কর্মকর্তারা টিম হোটেলে হোটেলবন্দি ছিলেন। হোটেলের আশপাশে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতা চলছিল, যা নিরাপত্তার কারণে অনুশীলনও বাতিল করতে বাধ্য করেছিল। পরিস্থিতি বিবেচনায় নেপাল সরকার ৯ সেপ্টেম্বর কারফিউ জারি করে এবং একই দিনে নির্ধারিত বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ম্যাচও বাতিল করা হয়।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বন্ধ বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল। এর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছাত্র ও জনতার আন্দোলনের কারণে দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়। আন্দোলনের তীব্রতায় ৯ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত দলের ফ্লাইটও বাতিল হয়। এরপর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় জামাল ভূঁইয়া, রাকিব হাসান ও অন্যান্য ফুটবলাররা হোটেলে বন্দী হয়ে সময় কাটাতে বাধ্য হন। এই সময়ে তারা হোটেলের জিম ও ইনডোর কার্যক্রমের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রস্তুতি চালিয়ে যান।

বুধবার সন্ধ্যায় কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার পর নেপালে ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়। এর পরই বাফুফে দ্রুত সময়ের মধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বৃহস্পতিবার দলের সকল সদস্যদের দেশে ফেরার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকারও ফুটবলারদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি মনিটর করার জন্য বিশেষ নজর রেখেছে।

এই পরিস্থিতি দেশের ফুটবল সম্প্রদায় এবং ক্রীড়া সাংবাদিকদের মধ্যে দারুণ স্বস্তি সৃষ্টি করেছে। নিরাপদে দেশে ফিরে আসার মাধ্যমে দল আবার শৃঙ্খলিত প্রস্তুতি ও প্রতিযোগিতার পরিকল্পনা পুনরায় শুরু করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়