News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৯, ২২ আগস্ট ২০২৫

২-০ গোলে থামল বাংলাদেশের টানা ৫ ম্যাচের জয়যাত্রা

২-০ গোলে থামল বাংলাদেশের টানা ৫ ম্যাচের জয়যাত্রা

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা শেষ করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। 

শুক্রবার (২২ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভারতের চাপ সামলাতে ব্যস্ত ছিল লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের ১৪ মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেস মাঝমাঠ থেকে বল কেড়ে ড্রিবল করে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে প্রথম গোলের ব্যবধান তৈরি করেন। তার নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান বেগম।

প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও কোনো গোল করতে পারেনি। ৩৬ মিনিটে ফাতেমা আক্তারের কর্নার থেকে আলপি আক্তারের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতা ফেরানো সম্ভব হয়নি। যা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সুযোগ।

বিরতির পর দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও কঠিন হয়। ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে বনিপিলা শুলাই ভলিতে জালে বল পাঠিয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। ফলে, ভারতের কাছে হেরে বাংলাদেশের পাঁচ ম্যাচের জয়ের ধারাটি বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন: ভুটানে সাফ মিশনে লাল-সবুজের উজ্জ্বল সূচনা

আগের দিনই সহকারী কোচ আবুল হোসেন বলেছেন, ভারতের বিপক্ষে ভুল করতে চায় না বাংলাদেশ। তবে মাঠে গিয়ে সেই ভুলই দলের পতনের কারণ হয়। কোচ মাহবুবুর রহমানের হাইলাইন ডিফেন্স কৌশলও সমালোচনার মুখে পড়েছে।

বাংলাদেশের কাছে ভারতের বিপক্ষে স্মৃতি মধুরও রয়েছে। ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারানো এবং ফাইনালে টাইব্রেকারে জয় নিশ্চিত করেছিল লাল-সবুজের মেয়েরা। শেষবার ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।

বর্তমানে টুর্নামেন্টে দুই ম্যাচ শেষে ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়েছে, আর বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায়।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে ২৪ ও ২৭ আগস্ট, এবং ভুটানের বিপক্ষে ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। চার জাতির এই ডাবল লিগ টুর্নামেন্টের শেষ ম্যাচ আবারও হবে বাংলাদেশ-ভারতের মুখোমুখি লড়াই ৩১ আগস্ট। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি ফল, এরপর গোলপার্থক্য বিবেচনা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়