News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

ধ্বংস করার স্বপ্ন পূরণ হবে না: বিএনপি

ধ্বংস করার স্বপ্ন পূরণ হবে না: বিএনপি

ঢাকা: নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করার আওয়ামী স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে দাবি করেছে বিএনপি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীনরা মনে করছে, নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে, কিন্তু তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর কারা ফটক থেকে পুনরায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে ক্ষমতাসীন সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশে এক বিভিষীকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বেলাল আহমেদ কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পরও তাকে জেলগেট থেকে গ্রেফতারের ঘটনা জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মের ফল।

বেলাল আহমেদ বর্তমানে পল্টন থানা পুলিশ হেফাজতে আছেন।

বিবৃতিতে অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদের মুক্তির জোর দাবি জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়