News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

খুলনায় থানা জামায়াতের আমীরসহ আটক ৪০

খুলনায় থানা জামায়াতের আমীরসহ আটক ৪০

খুলনা: নগরীর সোনাডাঙ্গা থানা জামায়াতের আমীরসহ ৪০ ব্যক্তিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

আটককৃতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন- সোনাডাঙ্গা থানা জামায়াতের আমীর মাওলানা শাহারুল ইসলাম (৪২), ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান (৫৩), দৌলতপুর থানা বিএনপির কর্মী তাইজুল ইসলাম (৪২)।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়