স্বাধীনতা দিবসে বিএনপির ২দিনের কর্মসূচি
ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৪ মার্চ মঙ্গলবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য বুদ্ধিজীবীগণ এতে অংশ গ্রহণ করবেন। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আটটায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন।”
এছাড়া বিজ্ঞপ্তিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওইদিন সকালে সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








