ববি হাজ্জাজকে অব্যাহতি দিলেন এরশাদ
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয় বিধায় পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে অব্যাহতি প্রদান করেছেন।
ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধুমাত্র বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করায় পার্টির সাথে তার আর কোনো ধরণের সংশ্লিষ্টতা থাকবেনা বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন।
নিউজবাংলাদেশ.কম








