News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

শনিবার মহানগর বিএনপির বিক্ষোভ

শনিবার মহানগর বিএনপির বিক্ষোভ

ঢাকা: বিএনপি নেতা সালাহ উদ্দীন আহমেদ নিখোঁজ হবার ১০ দিন পর তার সন্ধান এবং তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফেরত দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি।

আগামী শনিবার ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব-উন- নবী খান সোহেল বলেন, “বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ নিখোঁজ হওয়ার খবরে  দেশবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। ঘটনার পর  ১০ দিন অতিবাহিত হলেও সরকার অথবা সরকারের কোনো সংস্থা  তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করেনি। এমনকি তার পরিবার ও দলের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্যে সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সরকার সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় বিএনপি নেতা সালাহ উদ্দীন আহমেদের সন্ধান এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফেরত দেয়ার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আগামী শনিবার মহানগরের সব থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছে। দলের নেতা কর্মী ও নাগরিকদের মিছিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।”

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়