তিন সিটি নির্বাচন, সিদ্ধান্ত নেয়নি বিএনপি
ঢাকা: ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত না হওয়ায় এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তিন সিটি নির্বাচন নিয়ে বিএনপি’র প্রতিক্রিয়া জানতে চাইলে চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল নিউজবাংলাদেশকে জানিয়েছেন, “বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি। জানালে আপনাদেরকে জানানো হবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








